জুলাই গণহত্যা মামলার আসামি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ আফ্রিদি জানান, তিনি বরিশালে দাদার বাড়িতে অবস্থান করছিলেন। বাবাকে গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতেই সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, “আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।”
গ্রেপ্তারের পর পুলিশকে তিনি আরও বলেন, “আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট।”
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মোট ২৫ জনকে উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
• মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
• দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
• তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন
তৌহিদ আফ্রিদি মামলার ১১ নম্বর আসামি।
এই মামলায় তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও আসামি করা হয়েছে। গত ১৭ আগস্ট তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, মামলার তদন্তের অংশ হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a comment