পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় সন্ত্রাসী হামলায় এক মেজরসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে এই হামলা চালায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠী। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই গোষ্ঠী ভারতের সহায়তায় পরিচালিত হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সন্ত্রাসীরা একটি সামরিক গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তিন সেনা নিহত হন। তারা হলেন, মেজর মোহাম্মদ রিজওয়ান তাহির (৩১), নায়েক ইবনি আমিন (৩৭) এবং ল্যান্স নায়েক মোহাম্মদ ইউনুস (৩৩)।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালায় এবং চারজন ভারত-সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করে। সেনাবাহিনী জানিয়েছে, পুরো এলাকা সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানান এবং নিহত সেনাদের শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, পুরো জাতি আজ শোকাহত এবং পাকিস্তান সন্ত্রাস নির্মূলে অটল থাকবে।
পাক সেনাবাহিনী জানিয়েছে, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ নির্দেশে কাজ করছে। তারা দাবি করেছে, ভারত প্রক্সি যুদ্ধের মাধ্যমে পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে।
সূত্র: জিও নিউজ
Leave a comment