Home জাতীয় ভারতকে রুখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে
জাতীয়বিএনপিরাজনীতি

ভারতকে রুখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

Share
Share

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস সালাম বলেছেন, ভারতের আধিপত্য রুখে দিতে হলে ক্ষমতায় আনতে হবে বিএনপিকে।

এই সরকারের ভারতের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই। ভারততে ধমক দেওয়ার জন্য ও তাদের ঠেকাতে হলে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে বিএনপিকে । বিএনপি ছাড়া টুপি রক্ষা করার কেউ নাই।

শুক্রবার (০৪ জুলাই) বিকেলে ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে মাঠে আয়োজিত পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা আজকে আমাদের বিরোধিতা করছে তারা সারাদেশে কয়টা সিট পাবে? বেগম খালেদা জিয়ার আপনাদের জন্য অনেক দুর্নাম হয়েছে। আপনারা এখন খালেদা জিয়াকে ছেড়ে যাচ্ছেন কেন? অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মিলাতে চান। আসলে আওয়ামী লীগ চোরের দল, লুটেরার দল। আর বিএনপি গণমানুষের দল।

দেশের সংকট কিন্তু কাটেনি, ফ্যাসিস্ট হাসিনা সীমানার উপারে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপিকে কেউ ক্ষতি করতে পারবে না। জনগণ বিএনপির পক্ষে আছে। গত ১৫ বছরে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি, ব্যবসা ধ্বংস হয়েছে, তবুও দেশ ছেড়ে যায়নি।

হাসান জাফির তুহিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আপনাদের উপর আজকে দিয়ে গেলাম। তুহিন পাবনা-৩ আসনে নিতে আসেনি। তিনি দিতে এসেছেন। তুহিন অত্যন্ত সৎ ও দক্ষ সংগঠক। টেকনাফ থেকে তেতুলিয়ার কৃষকদের সংগঠিত করতে দলের দুঃসময়ে তিনি নিরলসভাবে কাজ করেছেন। দলের জন্য জীবন কিন্তু বিপন্ন হয়েছে তার। আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে।

পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, এই অঞ্চলে আমার একটা ভাই নেই, বোন নেই, নেই কোন আত্মীয় স্বজন। বাড়িঘরও নেই। আপনারাই আমার ভাইবোন ও আত্মীয় স্বজন। সবাই আপন ভাইয়ের মতো ভাই হয়ে কাজ করবেন। দলের সুসময়ে ও দুঃসময়ে আমি আপনাদের পাশে থাকবো। মেধাবীদের চাকুরীর ব্যবস্থা করবো। ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেওয়া হবে। কেউ আপনাদের ডিস্টার্ব করতে পারবে না। সবাই মেধার ভিত্তিতে মূল্যায়ন পাবেন। আন্দোলনের পাশে ছিলাম থাকবো।

এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিনত করে দেওয়া হবে। ভাঙ্গুড়া উপজেলার বিএনপির আহবায়ক নূর মোজাহিদ স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা ছিলেন- জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগ, চাটমোহর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, কৃষকদলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পের নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সাঁতারুর স্বর্ণপদক বাতিলের সিদ্ধান্ত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিয়ে বিতর্কের মধ্যে কড়া পদক্ষেপ নিয়েছেন এবার। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক, আটক স্বামী

চুরি হওয়া গহনা পরে টিকটক করছিলেন স্ত্রী। সেটি দেখে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ তার স্বামী মো. সোহেল মিয়াকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার...

Related Articles

সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: জামায়াতের আমির শফিকুর রহমান

ফেনীতে আজ বিকেলে অনুষ্ঠিত একটি সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....

আগস্টেই দেশে ফিরছেন তারেক রহমান, দেওয়া হবে লাল গালিচার অভ্যর্থনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে...

চট্টগ্রামে ৪০০ যাত্রী নিয়ে রানওয়েতে আটকা মদিনাফেরত উড়োজাহাজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের...

গাইবান্ধায় ভাতিজার হাতে খুন হয়েছে চাচা

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে...