পবিত্র হজপালন শেষে ৪৮ হাজার ৮০১ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৩ হাজার ৭৯৫ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানানো হয়েছে।
হজযাত্রী পরিবহনে যুক্ত ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২০ হাজার ২০০ জন, সৌদি এয়ারলাইন্স ২০ হাজার ১৬০ জন এবং ৮ হাজার ৪৪১ জন হাজিকে ফিরিয়ে এনেছে ফ্লাইনাস এয়ারলাইন্স।
এ পর্যন্ত পরিচালিত হয়েছে ১২৪টি ফিরতি হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স পৃথকভাবে ৫১টি করে ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
এ বছর হজ পালনের সময় সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন মোট ৩৮ জন বাংলাদেশি হজযাত্রী । তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।
চলতি বছর বাংলাদেশ থেকে হজে অংশ নিয়েছেন মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি। ২৯ এপ্রিল থেকে হজযাত্রা শুরু হয় এবং সৌদি আরবের উদ্দেশে শেষ ফ্লাইটটি যায় ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট ।
Leave a comment