পুলিশ, কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে । নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। এই ঘটনায় নিহতের ব্যক্তির ছেলে আল আমিন (২৬) কে আটক করেছে থানা পুলিশ।
ভৈরবপুর উত্তরপাড়া কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেন বাবা ছেলে। পৌর শহরের ভৈরবপুর কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে রোববার (২২ জুন) ভোর রাত দেড়টার সময় এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে রাত দেড়টার সময় পাশের রুমের বাসিন্দা চিৎকার শুনে গিয়ে দেখেন তাদের রুমে তালাবন্ধ। এসময় তাদের রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে রাতেই জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় রুমের ভিতরে মাটিতে পড়ে আছে নিহত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
ভৈরব থানার পুলিশের উপ-পরিদর্শক শক্তি মৃধা জানান, গভীর রাতে ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি একজনের মরদেহ। ধারণা করা হচ্ছে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে। এসময় বাবাকে কুপিয়ে হত্যার সন্দেহে আটক করা হয়েছে ছেলে আল আমিনকে। তিনি জানান, এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a comment