দেশের স্বর্ণবাজারে অবশেষে দেখা দিল স্বস্তির হাওয়া। টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর আজ শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৫৭০ টাকা কমানো হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের হলমার্ক করা এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা, যা আগামীকাল রোববার (৪ মে) থেকে কার্যকর হবে। দাম কমার ফলে স্বর্ণ ক্রয়েচ্ছু সাধারণ গ্রাহক থেকে শুরু করে স্বর্ণব্যবসায়ীরাও কিছুটা স্বস্তি পেয়েছেন।
সাম্প্রতিক সময়ের কথা ধরলে, গত ২৩ এপ্রিল দেশের স্বর্ণবাজারে নজিরবিহীনভাবে দাম বেড়ে এক ভরিতে পৌঁছে গিয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু একই দিন বিকেলেই হঠাৎ করে আবারও দাম কমে ৫ হাজার ৩৪২ টাকা, ফলে এক ভরির দাম হয় ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। স্বর্ণবাজারে এমন চড়াই-উতরাইয়ের মধ্যেই এল এই নতুন মূল্য হ্রাসের ঘোষণা।
নতুন দামের তালিকায় দেখা যাচ্ছে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৬১ হাজার ৩০২ টাকায় এবং ১৮ ক্যারেটের ভরিপ্রতি দাম হবে ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা।
আগের তুলনায় এবার ২২ ক্যারেটে ভরিপ্রতি দাম কমেছে ৩ হাজার ৫৭০ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৩৯৪ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ৪৮৪ টাকা।
শুধু সোনাই নয়, রুপার দামেও দেখা দিয়েছে হ্রাস। ২২, ২১ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপায় ৩৫ টাকা করে এবং সনাতন পদ্ধতির রুপায় ভরিপ্রতি ২৪ টাকা কমানো হয়েছে। এখন এক ভরি ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার এই বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সমিতির নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। এছাড়া গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরিতে কিছু তারতম্য হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সাম্প্রতিক পতন, ডলার বিনিময় হারের সামান্য স্থিতিশীলতা এবং স্থানীয় চাহিদার তুলনামূলকভাবে হ্রাস—সব মিলিয়ে এই দাম কমার পেছনে বড় ভূমিকা রেখেছে। তবে বাজার পর্যবেক্ষকরা সতর্ক করছেন, বিশ্ববাজারে অস্থিরতা থাকায় মূল্য পুনরায় বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
এমন প্রেক্ষাপটে, সোনা কেনার পরিকল্পনা যাঁদের রয়েছে, তাঁদের জন্য এখনই সময় হতে পারে বিবেচনার।
Leave a comment