লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিবুল ইসলামের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার দুপুরে তিনি উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
বিএসএফের গুলিতে আহত হওয়ার পর ভারতের কোচবিহারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিবুল। বুধবার দুপুরে সীমান্তবর্তী ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব পিলার এলাকায় ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যদের গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনী। বুধবার রাতেই তিনি মারা যান এবং পরদিন বিজিবির কাছে তাঁর মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। এর মধ্যেই শনিবার জামায়াত আমির শফিকুর রহমান নিহতের বাড়িতে যান। সেখানে তিনি বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র দাবি করলেও বারবার সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। ফেলানীর বিচার পাইনি, অসংখ্য সীমান্ত হত্যাও বিচারহীন। অন্তত এবার ভারত যেন দেখায়—তারা বন্ধুত্বের মূল্য দেয়।”
তিনি আরও বলেন, “হত্যা হয়েছে আমাদের মাটিতে, লাশ গেছে তাদের মাটিতে—তাই এই হত্যার বিচার বাংলাদেশেই হতে হবে।” অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আহ্বান জানান, “সরকারকে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করে এ ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।”
শফিকুর রহমান নিহত পরিবারের হাতে কিছু উপহারসামগ্রী তুলে দেন এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, “আমরা আপনাদের পাশে আছি। এ জাতি জানে মর্যাদা কীভাবে দিতে হয়, বন্ধুত্ব কীভাবে রক্ষা করতে হয়।”
এ সময় গ্রামবাসীরাও বিএসএফের এমন বর্বর আচরণের প্রতিবাদ জানান এবং সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।
Leave a comment