Home জাতীয় ‘বিলাসী জীবনযাপন’ বিতর্কে এনসিপির শীর্ষ নেতারা
জাতীয়

‘বিলাসী জীবনযাপন’ বিতর্কে এনসিপির শীর্ষ নেতারা

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অনুষ্ঠিত সাধারণ সভা রূপ নেয় একটি প্রশ্নোত্তর ও জবাবদিহির অনুশীলনে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ঘিরে গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত সভায় দানা বাঁধে বিতর্কের কেন্দ্রবিন্দু।

দলের তৃতীয় সাধারণ সভাটি চলে প্রায় নয় ঘণ্টা, বিকেল থেকে মধ্যরাত অবধি। সভাপতিত্ব করেন আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময় ধরে নেতৃবৃন্দের বিলাসবহুল জীবন, আর্থিক অনিয়ম ও একক সিদ্ধান্তগ্রহণ নিয়ে যেসব আলোচনা-সমালোচনা চলছে, সেগুলোরই সরাসরি প্রতিফলন ঘটে সভার পরতে পরতে।

সভায় হাসনাত ও সারজিসকে প্রশ্ন করা হয় তাঁদের বিলাসী জীবনযাপন নিয়ে। বিশেষ করে দামি গাড়িতে চলাচল, পঞ্চগড়ে গাড়িবহর নিয়ে আলোচনার জন্ম দেওয়া এবং নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে তাঁরা জবাব দিতে বাধ্য হন। তাঁরা এসব অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ও এনসিপিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ব্যক্তিগত নিরাপত্তা ও জরুরি প্রয়োজনেই তাঁরা ভাড়াকৃত গাড়ি ব্যবহার করেন বলে জানান।

এছাড়া, সারজিস দাবি করেন, তাঁর জীবনযাত্রা আগে থেকেই সচ্ছল এবং ফেসবুকে যেসব অভিযোগ উঠেছে, তার বেশিরভাগই অতিরঞ্জিত। তাঁরা বলেন, অনেকেই তাঁদের সঙ্গে সহযোগিতার জন্য যোগাযোগ করেছেন এবং তাঁদের অনেককে সাহায্যও করা হয়েছে, তবে এর বিনিময়ে কোনো আর্থিক লেনদেন হয়নি।

অন্যদিকে, তানভীরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যে অভিযোগ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তা নিয়েও আলোচনা হয় সভায়। যদিও তানভীর সরাসরি এসব অভিযোগ অস্বীকার করে যেকোনো তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সভার অন্যতম সিদ্ধান্ত ছিল একটি ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন, যাতে ভবিষ্যতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা যেকোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত সম্ভব হয়। রোববার এই কমিটির ঘোষণা দেওয়া হবে।

এনসিপির একাধিক নেতার মতে, এই সভা ছিল অনেকটাই ইতিবাচক এবং স্বচ্ছতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোনো অভিযোগ উঠলে তদন্ত ছাড়া কাউকে দোষারোপ না করলেও, তদন্তে সত্যতা মিললে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

এই অবস্থানকে স্বাগত জানিয়ে দলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, “এই চর্চা চলতে থাকলে কেউই আর প্রশ্নের ঊর্ধ্বে থাকবে না। এতে দল আরও পরিণত ও জবাবদিহিমূলক হয়ে উঠবে।”

এদিকে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে একটি পোস্টে গাজী সালাহউদ্দিন তানভীরের বিরুদ্ধে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ তোলেন এবং সারজিসকে তাঁর সহযোগী হিসেবে উল্লেখ করেন। এসব অভিযোগকেও ‘অসত্য প্রচারণা’ হিসেবে অভিহিত করেছেন সারজিস, যা তাঁদের বিব্রত করছে এবং দলের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে বলে দাবি করেন তিনি।

এনসিপির নেতৃত্বে এভাবে জবাবদিহির চর্চা, তদন্ত কমিটির গঠন এবং পারস্পরিক সম্পর্ক আরও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দলটির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশলে একটি নতুন ধারা আনবে কি না—তা সময়ই বলে দেবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে আমার বিরুদ্ধে : টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ করেছেন ।...

লন্ডনের বুকে কেন বসছে শাহরুখ-কাজলের ব্রোঞ্জ মূর্তি ?

শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (DDLJ)’ হতে চলেছে প্রথম ভারতীয় ছবি, যার মূর্তি স্থাপন হচ্ছে লন্ডনের বিখ্যাত লিসেস্টার স্কোয়ারে।...

Related Articles

হাতীবান্ধা সীমান্তে বি এস এফের হত্যার বিচার চান জামায়াত আমির

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিবুল ইসলামের বাড়িতে গিয়ে তার পরিবারের...

ভবিষ্যৎ ঠিক করবে বাংলাদেশ, ট্রাম্প-সি-মোদি নয়: ফখরুল

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে কোনো বিদেশি নেতা নয়, বরং এই দেশের মানুষই ভূমিকা...

ডিসেম্বরে ভোটে ঐকমত্য গড়তে বিএনপির আলোচনার উদ্যোগ

  ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়তে...

ইন্টারপোলে রেড নোটিশ: হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আবেদন

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং...