
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ প্রসঙ্গে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিষদ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা কাজী মাসুদ। তিনি উপাচার্যকে ৪৮ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানান এবং এক সপ্তাহের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করার দাবি জানান। দাবি উপেক্ষিত হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
কাজী মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ২৩৯ জন কর্মকর্তা-কর্মচারী বিনা বেতনে দায়িত্ব পালন করছেন। সাবেক উপাচার্য এনায়েত হোসেন তাঁদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালে দুই দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ২০২৪ সালের জানুয়ারিতে মৌখিক পরীক্ষা নেওয়া হলেও নিয়োগ প্রক্রিয়া আজও সম্পন্ন হয়নি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক উপাচার্য ও রেজিস্ট্রার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে উপাচার্যকে একবার অবরুদ্ধ করে ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে ছেড়ে দেওয়া হয়।
পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের ডিন নাজমুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আচার্যের অনুমোদনক্রমে ২০২৩ সালের ৬ ডিসেম্বর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, এবং অনিয়মিত নিয়োগপ্রাপ্তরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেন। মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয় জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।
২০২৪ সালের ২০ ডিসেম্বর সাবেক উপাচার্য পদত্যাগ করার পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ইসমাইল হোসেন পাটোয়ারী। তদন্ত কমিটি ১৬ মার্চ তাদের সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দিলেও ২৩ মার্চের সিন্ডিকেট সভায় কমিটির সভাপতির অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
এরপর থেকেই উপাচার্য ক্যাম্পাসে অনুপস্থিত। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের কিছু প্রভাবশালী মহলের সহায়তায় দৈনিক মজুরি ভিত্তিক জনবল দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। ফলে অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন এবং দ্রুত সমাধান না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
Leave a comment