জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত কোনো আসন দেখতে চান না বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের এক সমাবেশে তিনি এ দাবি জানান।
সমাবেশে মুফতি ফয়জুল করীম বলেন, “সংসদে নারীদের জন্য সংরক্ষিত একশ আসন রাখা হলে তাদের দুর্বল ভাবা হয়। আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তাই এখানে নারীদের জন্য কোটা রাখলে বলতে হবে আন্দোলন সফল হয়নি। নারীদের জন্য কোনো কোটা থাকবে না।”
দেশের বর্তমান সাংবিধানিক সংস্কারে অন্তবর্তীকালীন সরকারের গঠিত কমিশন একটি দুই কক্ষবিশিষ্ট সংসদ প্রস্তাব করেছে। এতে মোট আসনের সংখ্যা ৫০৫টি, যার মধ্যে নিম্নকক্ষে থাকবে ৪০০টি আসন। এসব আসনের মধ্যে ১০০টি নারীদের জন্য সংরক্ষিত রাখার সুপারিশ করা হয়েছে।
ফয়জুল করীম বলেন, “সংসদে সকল সদস্যই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া উচিত। নারীদের জন্য সংরক্ষিত আসন সংবিধান সংস্কারের একটি ভুল দিক। আমরা এ ধরনের ব্যবস্থা সমর্থন করি না।”
ইসলামী যুব আন্দোলনের সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সোহরাওয়ার্দী উদ্যান ভরে যাওয়ার পাশাপাশি আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিএনপির প্রতি ইঙ্গিত করে ফয়জুল করীম বলেন, “প্রতিবার ঈদের পর আন্দোলন হবে বলে আসছেন। হাজারো ঈদ চলে গেছে, কিছুই করতে পারেননি। এখন সংস্কার বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ দুর্নীতি এবং ফ্যাসিবাদ দেখতে চায় না। আমাদের আন্দোলন চলবে, কারণ বাংলাদেশের মানুষ খাঁটি ইসলাম চায়। চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি নেছার উদ্দিন। বক্তব্য দেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
Leave a comment