বলিউড অভিনেত্রী ও সাবেক ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স সেলিনা জেটলি জীবনের এক কঠিন ও দুঃসহ সময় পার করছেন। তার ভাই, ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত কুমার জেটলি, টানা ৪৪৪ দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে আটক রয়েছেন। ভাইকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সেলিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগী বার্তা শেয়ার করেছেন, যা কয়েক ঘণ্টার মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে’ সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ মেজর বিক্রান্তকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারের কারণ বা তার বর্তমান অবস্থান সম্পর্কে সেলিনা বা তার পরিবার খুব কমই তথ্য পাচ্ছেন। দীর্ঘ নীরবতার মধ্যে অনিশ্চয়তা, ভয় ও অসহায়তা নিয়ে দিন কাটছে অভিনেত্রীর।
সেলিনা জেটলি অভিযোগ করেন, বিদেশে ভারতীয় সেনাসদস্যরা প্রায়ই অযৌক্তিক টার্গেটের মুখোমুখি হন। তিনি বলেন, “যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে, তাদের যেন বিদেশে এমন সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে না হয়—এ বিষয়টি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
গত রোববার (২৩ নভেম্বর) ইনস্টাগ্রামে শৈশবে ভাইয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সেলিনা দীর্ঘ আবেগময় বার্তা লেখেন। সেখানে তিনি তুলে ধরেন বিচ্ছেদের প্রতিটি মুহূর্তের যন্ত্রণা।
পোস্টে লিখেছেন: “যুদ্ধক্ষেত্রে একজন ভারতীয় সৈনিকের অব্যক্ত যন্ত্রণা… ৪৪৪ দিন ভাই ছাড়া! ১ বছর, ২ মাস, ১৭ দিন—মোট ৪৪৩ দিন। ১০,৬৩২ ঘণ্টা, ৬৩৭,৯২০ মিনিট। আমার ভাইকে ধরে নেওয়ার পর থেকে প্রতিটি মুহূর্ত অসহনীয়।”
তার পোস্টে প্রকাশ পেয়েছে পরিবারটির দৃঢ় মানসিক চাপ ও অনিশ্চয়তা। সেলিনা আরও লিখেছেন, কাতারে ভারত সরকার যেভাবে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়ে একজন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে এনেছিল, ঠিক তেমন উদ্যোগ তার ভাইয়ের ক্ষেত্রেও প্রয়োজন। তিনি সরকারের উদ্দেশে লিখেছেন, “আমাদের ভারতীয় সৈনিককে ফিরিয়ে আনুন।”
তিনি নাগরিকদেরও বিষয়টি ভুলে না যেতে আহ্বান জানান। তার মতে, “যে ব্যক্তি দেশের জন্য সবকিছু দিয়ে গেছে, তাকে নীরবে পরিত্যক্ত হতে দেওয়া উচিত নয়।”
এদিকে অভিনেত্রী দিল্লি হাইকোর্টেও ভাইকে ফিরিয়ে আনার জন্য আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে, UAE–তে ভারতীয় দূতাবাস যেন বিক্রান্তকে আইনি সহায়তা, চিকিৎসা সেবা এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করে। এ উদ্দেশ্যে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশও দেয় আদালত।
মেজর বিক্রান্ত কুমার জেটলি ভারতীয় সেনাবাহিনীর একজন সম্মানিত কর্মকর্তা হিসেবে পরিচিত। সেলিনা বারবার উল্লেখ করেছেন, দেশের জন্য জীবন উৎসর্গ করা একজন সৈনিককে বিদেশে আইনগত জটিলতায় ফেলে রাখা মানে মানবিক দায়িত্ব ভুলে যাওয়া।এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বহু সেলিব্রিটি, প্রাক্তন সেনা কর্মকর্তা ও সাধারণ মানুষ সেলিনার পোস্টে সমর্থন জানিয়েছেন।
Leave a comment