বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ অগ্রসর হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
গিয়াস উদ্দিন কাদের বলেন, “জাতীয় ঐক্য সম্ভব, তবে যারা ‘জয় বাংলা’ বলে, তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না।”
তিনি আরও বলেন, “পলাতক শেখ হাসিনা ও তার পরিবার দুর্নীতিতে জড়িত। শেখ হাসিনা ঠাণ্ডা মাথার খুনি। তার পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২ হাজার মানুষ। আমার ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো তাকেও বিচারের সম্মুখীন হতে হবে।”
জনসভায় সভাপতিত্ব করেন ছৈয়দ মো. কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর।
Leave a comment