ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুণ্যভূমি হিসেবে পরিচিত সিলেট থেকেই দলের নির্বাচনী মাঠে নামার ঘোষণা দেবে বিএনপি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বুধবার (৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারেক রহমান ওই দিন বিমানযোগে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দুই ওলির মাজার জিয়ারতের মধ্য দিয়েই বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হবে।
মাজার জিয়ারতের পর তারেক রহমান নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এই জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা হবে বিএনপির ইতিহাসে অন্যতম বড় আয়োজন।”
বিএনপির রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী, দলটির চেয়ারপারসন ও শীর্ষ নেতারা দীর্ঘদিন ধরেই সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রচারণা শুরু করে আসছেন।
সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও প্রতিটি নির্বাচনের আগে সিলেটে দুই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করতেন। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনের আগে কারাবরণ করার ঠিক পূর্ব মুহূর্তেও তিনি সিলেট সফর করেছিলেন।
বিএনপি নেতারা জানান, ২১ জানুয়ারি তফসিল অনুযায়ী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, যার সূচনা ঘটবে সিলেট থেকে। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ জানান, সিলেট সফর শেষে সড়ক পথে ঢাকায় ফেরার সময় তারেক রহমান হবিগঞ্জে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রয়োজন অনুযায়ী পথে আরও কয়েকটি স্থানে পথসভা বা সংক্ষিপ্ত জনসংযোগ কর্মসূচিও হতে পারে।
দলীয় নেতারা মনে করছেন, সিলেট থেকে শুরু হওয়া এই প্রচারণা বিএনপির নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ বার্তা দেবে এবং সারাদেশে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।
Leave a comment