ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী পরিচয়ে ১০ টাকায় ইলিশ বিতরণের উদ্যোগ নিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করেন তিনি। তবে প্রত্যাশার তুলনায় কয়েকগুণ বেশি মানুষ ভিড় করায় বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত মাছ শেষ হয়ে গেলে ক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে মাফ চেয়ে কোনোরকমে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি।
স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে রায়হান জামিল এলাকায় পোস্টার সাঁটিয়ে ঘোষণা দেন, মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়া হবে। ঘোষণার পরদিন সকাল থেকে বিদ্যালয় মাঠে দুই সহস্রাধিক মানুষ ভিড় জমান। কিন্তু তিনি মাত্র ৬০০টি ইলিশ নিয়ে আসায় বিতরণ শুরুর পরপরই মাছ ফুরিয়ে যায়। তখন বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে উত্তেজনা সৃষ্টি করেন।
এ সময় রায়হান জামিল ভাসানচর ইউনিয়ন এলাকায় গেলে তাঁর গাড়ি ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে আত্মরক্ষা করেন। মাছ নিতে এসে না পাওয়া অনেকেই বলেন, সকাল থেকে দাঁড়িয়ে থেকেও তাঁদের হাতে ইলিশ ওঠেনি, উল্টো ধাক্কাধাক্কি ও মারামারি হয়েছে।
৩৬ বছর বয়সী রায়হান জামিল চরভদ্রাসনের এমপিডাঙ্গা গ্রামের বাসিন্দা হলেও বেশ কয়েক বছর ধরে ঢাকায় ব্যবসা করেন। তিনি জানান, দেশের দামি মাছ ইলিশ সাধারণ মানুষের নাগালে আনতে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ভিড় সামলাতে না পারায় সবার কাছে দুঃখপ্রকাশ করে ফিরে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, তিনি আগেই আয়োজককে সতর্ক করেছিলেন। বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাজুড়ে এ ঘটনার পর থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Leave a comment