ভয় তাকে দমাতে পারেনি বিষয়টি ফের প্রমাণ করে দিলেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান , বরং আরও শক্ত করে তুলেছে।
প্রাণনাশের হুমকি সত্ত্বেও পিছু হঠেননি তিনি। বরং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন জিমে ঘাম ঝরানোর কিছু দুর্দান্ত মুহূর্ত। যেন বার্তা দিলেন ‘আমি রুখে দাঁড়াতেই জানি’।
পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘থ্যাংকিউ ফর দ্য মোটিভেশন’, যা পরোক্ষভাবে সেই হুমকির প্রতিক্রিয়া হলেও ব্যক্তিগত উন্নতির ওপর তার মনোযোগকে তুলে ধরেছে।
তার প্রকাশিত এমন ছবি দেখে মন্তব্য করেন বলিউড অভিনেতা রণবীর সিং। এদিকে তার পাশাপাশি সালমান ভক্তরা মন্তব্য করে বলেছেন , ‘ফিটনেস আইকন ফিরে এসেছেন’।
আরও একজন ভক্ত মন্তব্য করে লেখেন, ‘ভাইজান আগের চেয়েও শক্তিশালী রূপে ফিরে আসবে, প্রস্তুত হও।’
এদিকে সোমবার নতুন করে আবারও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে । তবে এবার আর সরাসরি নয়, মুম্বাই ট্রাফিক পুলিশের হেলপ লাইন হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, তারা অভিনেতার বাড়িতে ঢুকে তাকে হত্যা করবে এবং তার গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে।
এর আগে গত বছর বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত গুণ্ডারা সালমানের বাড়িতে গুলি চালিয়েছিল, যার ফলে অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়।
গত ২ বছরে পঞ্চমবারের মতো হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউডের এই নায়ককে।
Leave a comment