সুন্দরবনে ভ্রমণে এসে মৃত্যু হয়েছে এক বিদেশি নারী পর্যটকের। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া পর্যটকের নাম কারমেল নইলিন (৫৭), তিনি আয়ারল্যান্ডের নাগরিক।
বন বিভাগ, কোস্টগার্ড ও শরণখোলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্থানীয় এলাকায় নিয়ে আসেন।
পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম জানান, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের পর্যটকবাহী জাহাজে করে স্বামীসহ কারমেল নইলিন একদল বিদেশি পর্যটকদের সাথে সুন্দরবনে আসেন। তারা প্রথমে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। পরে রাতে জাহাজটি কচিখালী এলাকায় নোঙর করে।
শনিবার সকালে জাহাজে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কারমেল নইলিন। সঙ্গে থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন, তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
Leave a comment