সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে পুলিশ এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুড়িগাঁও জামে মসজিদের ইমাম ও জামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক রহমত আলীকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আট বছরের শিক্ষার্থী হালিমা আক্তারকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ভুক্তভোগী শিশুটি ২৮ আগস্ট মসজিদে আরবি পড়তে গেলে ইমাম একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রথমদিকে পরিবার বিষয়টি চেপে রাখলেও পরে এলাকাজুড়ে খবর ছড়িয়ে পড়লে পুলিশকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a comment