সিলেটে দেড় মাসের শিশুকে গলা কেটে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত শিশুর বাবাকে ।
নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার একটি ভাড়া বাসায় বুধবার (২৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইনায়া রহমান ওই এলাকার আতিকুর রহমান ও জুমা আক্তার দম্পতির একমাত্র কন্যা। আতিকুর রহমান পেশায় অটোরিকশাচালক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে আতিকুর রহমান স্ত্রী ও শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। বিকেলে হঠাৎ তাদের ঘর থেকে চিৎকার শোনা গেলে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন আতিকুর রহমান। তার দেড় মাসের কন্যা ইনায়া রহমান গলাকাটা অবস্থায় পড়ে আছে।
পরে দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত আতিকুর রহমানকে জরুরি ভিত্তিতে হাসপাতালের সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুর মা জুমা আক্তার বলেন, মেয়ে ও স্বামীকে নিয়ে বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম। আসরের আজানের কিছুক্ষণ আগে বাচ্চার বাবা মেয়েকে কোলে নিয়ে হাঁটছিলেন। কিছুক্ষণ পরে আমার স্বামী শরীরে হাত দিয়ে ডাকেন। এ সময় ঘুম চোখে দেখি তার গলা রক্তাক্ত।
জুমা আক্তার আরো বলেন, আমার স্বামী অটোরিকশাচালক। সকালে নাস্তা খেয়ে বাসা থেকে বেরিয়ে যান তিনি। দুপুরে বাসায় এসে বলেন তার মাথা ব্যথা করছে। পরে নামাজ পরে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি আমরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মর্গে রাখা হয়েছে শিশুর মরদেহ। গুরুতর আহত অবস্থায় বাবার অস্ত্রোপচার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে ঘটনাস্থল পরিদর্শন করছেন।
Leave a comment