মঙ্গলবার সিলেটে মোট ২৬ জনকে পরীক্ষা করে একজনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আনিসুর রহমান এই তথ্য জানিয়েছেন।
চলতি মাসে এই নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ জন। তাদের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে পাঁচজন সিলেট নগরে বিশেষায়িত হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া নর্থইস্ট, আলহারামাইন ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন একজন করে করোনা আক্রান্ত। শনাক্ত অন্য পাঁচজন নিজ দায়িত্বে বাড়িতে চিকিৎসাধীন। অপর দু’জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা ।
সিলেটে সোমবার পর্যন্ত মোট ১৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে
Leave a comment