শেরপুর জেলা কারাগারে মো. বাচ্চু মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাচ্চু মিয়া শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। তিন মাস আগে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে তিনি শেরপুর জেলা কারাগারে আসেন।
কারা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কারাগারে থাকাকালীন বাচ্চু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বলেন, “বাচ্চু মিয়া কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, “মৃত্যুর খবর পাওয়ার পর আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়ার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। তবে কারাগার ও হাসপাতাল উভয় কর্তৃপক্ষই জানিয়েছেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ প্রাকৃতিক এবং এতে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করবে কর্তৃপক্ষ।
Leave a comment