Home NCP শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প প্রতীক নিতে হবে: ইসি
NCPজাতীয়রাজনীতি

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প প্রতীক নিতে হবে: ইসি

Share
Share

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। আখতার আহমেদ বলেন, “ইসির কাছে থাকা প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা নেই। আমাদের তালিকায় বর্তমানে ১১৫টি প্রতীক রয়েছে। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে সেখান থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে।”

শাপলা প্রতীকের আবেদন খারিজ-
সচিব জানান, এনসিপি শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে তালিকায় এ প্রতীক না থাকায় তাদেরকে বিকল্প প্রস্তাব পাঠানোর জন্য জানানো হয়েছে। ইসি ও দলের সম্মতির ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নিবন্ধন প্রক্রিয়া চলমা-
এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। নথিপত্রগুলো পর্যালোচনার পর্যায়ে আছে। তবে প্রতীক-সংক্রান্ত সমন্বয় কার্যক্রম এক ধাপ এগিয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে ইসি। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সময়সূচি নির্ধারণ করা হবে।

প্রবাসী ভোটার নিবন্ধনও এগোচ্ছ-
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগোচ্ছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, “প্রতিদিন নতুন খবর তৈরি করা যায় না। তবে আমরা নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি।”

প্রতীকের সংখ্যা ও আইন মন্ত্রণালয়ের ভেটি-
সম্প্রতি ইসি তাদের তফসিলে নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করেছে। এর আগে তালিকায় ছিল ৬৯টি প্রতীক। নতুন প্রতীক যুক্ত হওয়ার পর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৫-তে।
আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য প্রতীকগুলোর তালিকা পাঠানো হয়েছিল। চাইলে মন্ত্রণালয় এখান থেকে প্রতীক বাতিল করতে বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার সুপারিশ করতে পারত। তবে তারা কোনো পরিবর্তনের সুপারিশ করেনি।

বিদ্যমান প্রতীকের তালিকা-
ইসির অনুমোদিত ১১৫ প্রতীকের মধ্যে রয়েছে—আনারস, খাট, টেবিল ঘড়ি, ট্রাক, মোরগ, বাঘ, রকেট, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভী, বটগাছ, একতারা, লাঙ্গল, বাইসাইকেল, কবুতর, দাঁড়িপাল্লা, কলস, চেয়ার, মাইক, ধানের শীষ, নৌকা, কম্পিউটার, মাছ, ফুটবল, মিনার, ফুলের মালা, হাতি, হেলিকপ্টারসহ আরও বহু প্রতীক।
তবে শাপলা এ তালিকায় নেই।

প্রেক্ষাপট
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর প্রধান সমন্বয়কারীদের নিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা দাবি করলেও, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তালিকায় তা না থাকায় আপাতত বিকল্প প্রতীক নিতে হচ্ছে তাদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায়...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণ করবে ভারত : প্রেস সচিব

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত, বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি...

Related Articles

জামালপুরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাসের ওষুধ ভেবে ভুল করে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করায়...

লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আপাতত লন্ডনে...

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় টানা এক সপ্তাহের বিশেষ অভিযানে প্রায়...

মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (৮...