Home জাতীয় অপরাধ শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়রাজনীতি

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

Share
Share

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সংগঠনটির ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিতে রোববার দুপুর সাড়ে ১২টার পর থেকেই শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

কর্মসূচি চলাকালে শাহবাগ এলাকা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি—ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা ক’ব’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’সহ নানা স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চের নেতারা জানান, শহীদ হাদির হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং এটি বিচারহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি-জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ), পল্লবী, মিরপুর-১০ গোলচত্বর হয়ে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত অগ্রসর হওয়ার কথা রয়েছে।

নেতারা আরও বলেন, বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও দোষীদের দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। তারা দাবি করেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে...

বাংলাদেশ পাকিস্তানের মতো সন্ত্রাসী পাঠায়নি: মুস্তাফিজ ইস্যুতে শশী থারুর

আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান...

Related Articles

মুছাব্বির হত্যা: ছিন্নমূলের ছদ্মবেশে বস্তার ভেতর লুকিয়ে ছিল ঘাতকরা

রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে উঠে...

২২ জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে আগামী ২২ জানুয়ারি সিলেট...

শুল্কের রেশ কাটতে না কাটতেই ভিসা বন্ডের চাপ, বোঝাপড়ায় ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টা

পাল্টা শুল্ক ইস্যুতে টানাপড়েন পুরোপুরি কাটতে না কাটতেই নতুন চাপে পড়েছে বাংলাদেশ।...

যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে গুলিবর্ষণ: নিহত ২

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্টলেক সিটিতে একটি গির্জার সভাকক্ষের পার্কিং লটে গুলিবর্ষণের...