শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সংগঠনটির ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিতে রোববার দুপুর সাড়ে ১২টার পর থেকেই শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
কর্মসূচি চলাকালে শাহবাগ এলাকা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি—ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা ক’ব’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’সহ নানা স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, শহীদ হাদির হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং এটি বিচারহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি-জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ), পল্লবী, মিরপুর-১০ গোলচত্বর হয়ে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত অগ্রসর হওয়ার কথা রয়েছে।
নেতারা আরও বলেন, বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও দোষীদের দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। তারা দাবি করেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a comment