শরীয়তপুরের নড়িয়ায় এক মর্মান্তিক পারিবারিক সংঘর্ষের ঘটনায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন, আর পালানোর সময় মাঠে পড়ে গিয়ে মারা গেছেন সেই ছেলে। রবিবার রাত ৮টার দিকে মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মকবুল হোসেন মোল্ল্যা (৬৫) ও তাঁর ছেলে রুবেল মোল্ল্যা (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক মকবুল হোসেন প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন। তবে তার প্রথম পক্ষের ছেলে রুবেল মোল্ল্যার সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত। রোববার রাতে বাবা-ছেলের মধ্যে তুমুল কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত হয়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে মকবুল হোসেনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। মকবুল হোসেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বাবাকে কুপিয়ে হত্যার পর আতঙ্কিত রুবেল দৌড়ে পালানোর চেষ্টা করেন। বাড়ির পাশের একটি ফসলি জমির মাঠ পার হওয়ার সময় হঠাৎ তিনি পড়ে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা গিয়ে দেখেন, তিনি নিথর হয়ে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবাকে হত্যার পর পালানোর সময় রুবেল হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে পারিবারিক দ্বন্দ্বের করুণ পরিণতি বলে মন্তব্য করেছেন। এক রাতের মধ্যেই একই পরিবারের দুই সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a comment