২৪ এপ্রিল ২০১৩। দিনটি বাংলাদেশের শিল্প ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। সাভারে অবস্থিত রানা প্লাজা নামক আটতলা ভবনটি ধসে পড়ে মাটির সাথে মিশে যায়। ভবনের নিচে চাপা পড়ে যায় হাজার হাজার পোশাক শ্রমিক, যাঁরা জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন সেখানে কাজে যেতেন। এ দুর্ঘটনায় ১,১৩৪ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয় এবং আহত হন আড়াই হাজারেরও বেশি মানুষ।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ, স্বজন হারানোর কান্না, আর ধ্বংসের সেই নির্মম চিত্র জাতির হৃদয়ে আজও রক্তক্ষরণ ঘটায়। এই দুর্ঘটনা ছিল বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা, যা শুধু বাংলাদেশের গার্মেন্টস শিল্প নয়, গোটা মানবসভ্যতার কাছে এক অমানবিক বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছিল।
রানা প্লাজার ট্র্যাজেডি যেমন আমাদের শিল্প নিরাপত্তা ও শ্রমিক অধিকারের চরম সংকটের চিত্র তুলে ধরে, তেমনি এটি আমাদের জন্য এক সতর্কবার্তা হয়ে রয়েছে—যাতে আর কোনো রানা প্লাজা না ঘটে।
Leave a comment