ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে এক বিরল ও চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চলন্ত প্রাইভেট কারের সঙ্গে একটি উটের সংঘর্ষে গাড়ির ছাদ ভেঙে বিশালদেহী উটটি সরাসরি গাড়ির ভেতরে ঢুকে পড়ে। এই ভয়াবহ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িচালক রামসিংহ এবং উটটিও মারাত্মক জখম হয়েছে।
সোমবার সন্ধ্যায় যোধপুরের একটি ব্যস্ত সড়কে ঘটনাটি ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি স্বাভাবিক গতিতে চলছিল, ঠিক সেই মুহূর্তে রাস্তার ওপর হঠাৎ উঠে আসে একটি উট। দ্রুত ব্রেক করার কোনো সুযোগ পাননি গাড়িচালক রামসিংহ। কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র সংঘর্ষে গাড়ির ছাদ ও সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং উটটির মাথা ও সামনের অর্ধেক অংশ গাড়ির ভেতরে ঢুকে আটকে যায়।
ঘটনার ভিডিও ও ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, উটটি গাড়ির ভেতরে আটকে ব্যথায় ছটফট করছে, আর আশপাশের মানুষজন বিস্মিত হয়ে পরিস্থিতি দেখছেন। দুর্ঘটনার তীব্রতায় গাড়ির বাম্পার, বোনেট, উইন্ডশিল্ড ও ছাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, “সবকিছু এত দ্রুত ঘটেছে যে কেউ বুঝে ওঠার আগেই গাড়ির মাঝে উটটিকে আটকে থাকতে দেখা যায়।” ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত চালক রামসিংহকে দ্রুত গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠান। তার মাথা, কাঁধ ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন।
এদিকে উটটি সংঘর্ষের পর প্রায় দুই ঘণ্টা ধরে গাড়ির ভেতর আটকে ছিল। গাড়ির ধাতব অংশগুলো উটটির শরীরে গভীর ক্ষত তৈরি করে। প্রাণীর এমন বিপজ্জনক অবস্থায় স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও উদ্ধারকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বিশেষ কাটিং যন্ত্রপাতি ব্যবহার করে গাড়ির ছাদ ও সামনের অংশ বিচ্ছিন্ন করে উটটিকে বের করে আনা হয়।
উদ্ধারের সময় উটটির অবস্থা অত্যন্ত দুর্বল থাকায় ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয় প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গুরুতর আঘাত পেলেও আপাতত উটটির প্রাণহানির ঝুঁকি নেই।
দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারতজুড়ে নেটিজেনরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। অনেকেই এমন দুর্ঘটনার জন্য রাস্তার পাশে অবাধে ঘুরে বেড়ানো পশুদের দায়ী করেন। আবার কেউ কেউ চালকদের অতিরিক্ত গতি ও অসাবধানতাকেও কারণ হিসেবে দেখছেন। মানুষজন প্রাণীটির যন্ত্রণার দৃশ্য দেখে গভীর দুঃখ প্রকাশ করছেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। রাজস্থানে উটকে ‘স্টেট অ্যানিম্যাল’ হিসেবে ঘোষণা করা হলেও রাজ্যের বিভিন্ন এলাকায় উট রাস্তা দিয়ে অবাধে চলাফেরা করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে রাতে বা সন্ধ্যায় উট, গরু বা অন্যান্য পশু হঠাৎ সড়কে চলে আসায় দুর্ঘটনার হার বেশি দেখা যায়।
সোর্স: এনডি টিভি
Leave a comment