যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্টলেক সিটিতে একটি গির্জার সভাকক্ষের পার্কিং লটে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (স্থানীয় সময়) সন্ধ্যায় শহরের রোজ পার্ক এলাকায় অবস্থিত দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস (এলডিএস)–এর একটি সভাকক্ষে
চলমান অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের কিছু পরে তারা ৬৬০ উত্তর রেডউড রোডে অবস্থিত ঘটনাস্থলে পৌঁছায়।
সল্টলেক সিটি পুলিশের মুখপাত্র গ্লেন মিলস বলেন, পার্কিং লটে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয় এবং একপর্যায়ে সেখান থেকেই গুলি চালানো হয়। সে সময় গির্জার ভেতরে স্মরণসভা চলছিল এবং শোকসভায় ডজনখানেক মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অন্তত আটজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকা কয়েক ডজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সল্টলেক সিটি পুলিশের প্রধান ব্রায়ান রেড এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বিশ্বাস করি না যে এটি কোনো ধর্ম বা ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হামলা ছিল।”
ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই স্থানীয় পুলিশকে সহায়তা করছে। এদিকে, দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস এক বিবৃতিতে জানায়, সভাকক্ষের বাইরে সংঘটিত এই গুরুতর ঘটনার পর তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে।
বিবৃতিতে বলা হয়, “এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমরা প্রার্থনা করছি এবং উপাসনার জন্য নির্ধারিত পবিত্র স্থানে এ ধরনের সহিংসতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”
সূত্র: রয়টার্স
Leave a comment