Home আঞ্চলিক মাত্র ৫ মাসে কোরআন হেফজ করেছে ৯ বছরের নুসরাত
আঞ্চলিকজাতীয়

মাত্র ৫ মাসে কোরআন হেফজ করেছে ৯ বছরের নুসরাত

Share
Share

মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে ৯ বছর বয়সী নুসরাত জাহান ইভা। এত অল্প বয়সে এমন অসাধারণ সাফল্য অর্জন করে সে ইসলামী শিক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নুসরাত মিরসরাই উপজেলার দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানা থেকে এই কৃতিত্ব অর্জন করেছে।

নুসরাত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বড়দইল ইউনিয়নের মিয়া বাড়ি গ্রামের ইদ্রিছ আলম মজুমদার ও নাছিমা আক্তারের মেয়ে। তার বাবা মিরসরাইয়ের বিএসআরএম কোম্পানীর ফ্যাক্টরিতে চাকরির সুবাদে ৫ বছর ধরে উপজেলার বারইয়ারহাটে ভাড়া বাসায় থাকেন।

রোববার (১৮ জানুয়ারি) দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানায় আয়োজিত সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নুসরাতের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে নুসরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

নুসরাতের এই অর্জন বিশেষ গুরুত্ব পেয়েছে পারিবারিক প্রেক্ষাপটে। তার বড় ভাই হাফেজ ইফতেখার আলম এর আগে মাত্র ১১ মাসে কোরআন হেফজ সম্পন্ন করেছিলেন।

নুসরাতের বাবা ইদ্রিছ আলম মজুমদার বলেন,“আমাদের স্বপ্ন ছিল ছেলে-মেয়ে দুজনকেই কোরআনের হাফেজ বানাবো। আল্লাহর অশেষ রহমতে ছেলে ১১ মাসে আর মেয়ে মাত্র ৫ মাস ১১ দিনে কোরআন হেফজ সম্পন্ন করেছে। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। দুজন হাফেজ সন্তানের বাবা হিসেবে পরিচিত হতে পেরে আমরা তৃপ্ত।”

তিনি আরও বলেন, “এ সবই আল্লাহর দান। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন কোরআনের আলোয় নিজেদের জীবন গড়তে পারে।”

নুসরাতের বড় ভাই হাফেজ ইফতেখার আলম জানান,“আলহামদুলিল্লাহ, আমার বাবা-মায়ের আশা পূরণ হয়েছে। আমি নিজে ১১ মাসে হেফজ শেষ করেছি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার পেয়েছি। তবে আমার ছোট বোন আমার থেকেও বেশি মেধাবী। ইনশাআল্লাহ, সে ভবিষ্যতে বড় আলেমা হবে।”

দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানার ছোটদের (১০ বছরের নিচে) হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বলেন,“নুসরাত প্রতিদিন গড়ে ১০ পৃষ্ঠা করে হেফজ করতো। এমনকি ছুটিতে বাড়িতে গেলেও ১–২ দিনে অন্তত তিন পারা শুনিয়ে দিত। এত অল্প বয়সে এমন মনোযোগ ও নিষ্ঠা সত্যিই বিরল নেয়ামত।”

মাদরাসার প্রধান মাওলানা মোহাম্মদ শোয়াইব জানান,“আমরা ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য আলাদা হেফজখানা চালু করেছি। এ বছর একাধিক ছাত্রী হেফজ সম্পন্ন করেছে। তবে নুসরাতের ৫ মাস ১১ দিনের হেফজ আমাদের জন্যও ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক। তার অদম্য ইচ্ছাশক্তি, একাগ্রতা এবং আল্লাহর রহমতেই এটি সম্ভব হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক তরুণ বিক্ষোভকারীর ফাঁসি আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ২৬ বছর বয়সী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত...

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায়, তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও...

Related Articles

নির্বাচন কমিশন বিএনপির চাপে সিদ্ধান্ত নিচ্ছে

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাপে একের পর এক...

ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে পোষা হাতির মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে গুরুতর আহত...

উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি দৃঢ় অঙ্গীকারবদ্ধ : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে...

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত...