যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী এলাকার এক বাড়িতে আপন ভাই-বোনসহ গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। এ সময় ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরণের মাদক ও ৩২ টি মোবাইল ফোন সেটসহ নগদ টাকা। উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী গ্রামে বুধবার (২৫ জুন) বিকালে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সেনারবাদী গ্রামের জাহের মিয়ার ছেলে মোর্শেদ মিয়া, ইদন মিয়া, মেয়ে আইমন আক্তার, ওই বাড়ির ফারুক মিয়ার ছেলে জনি মিয়া ও কালু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম।
এ সময় পালিয়ে যান কালু মিয়া । যৌথ অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেওয়া আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, সীমান্তবর্তী সেনারবাদী গ্রামের একটি বাড়িতে বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চালানো হয়।
এ সময় উদ্ধার করা হয় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, ৬০০ পিস ট্যাপেন্টাডল, ৩২ পিস মোবাইল ফোন সেট, দুটি ল্যাপটপ ও মাদক বিক্রির ২১ হাজার টাকা।
এ ঘটনায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পালিয়ে যাওয়া কালু মিয়াকেও ওইসব মামলায় আসামি করা হবে। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে, তিনি জানান।
Leave a comment