লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়সম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। এই হামলার পর অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
রোববার বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে চালানো এই হামলায় তাবাতাবাইসহ কমপক্ষে পাঁচজন নিহত হন। হিজবুল্লাহর সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনকারী তাবাতাবাইয়ের মৃত্যুর বিষয়টি পরে, সংগঠনটির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়। যদিও বিবৃতিতে তাকে “মহান কমান্ডার” হিসেবে উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট পদ জানানো হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা এই অভিযানে তাবাতাবাইকে ‘নিষ্ক্রিয়’ করেছে। এর আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর জানায়, হামলার মূল লক্ষ্যই ছিলেন এই শীর্ষ কমান্ডার। ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে, গত বছরের যুদ্ধের পর তাবাতাবাইকে হত্যার এটি ছিল তৃতীয় প্রচেষ্টা।
হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি বলেন, এই হামলা “রেড লাইন অতিক্রম” করেছে। তিনি জানান, সংগঠনের নেতৃত্ব এখন সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে। তার মতে, এই হামলা লেবাননের বিভিন্ন অঞ্চলে উত্তেজনার নতুন দ্বার খুলে দিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএএ’র তথ্যমতে, হারেত হ্রেইক এলাকার আল-আরিদ স্ট্রিটে অবস্থিত ওই ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা পার্কিং এলাকা, গাড়ি ও আশপাশের বেশ কিছু ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর জানান, ইসরায়েলের ধারাবাহিক হামলা আরও তীব্র হতে পারে বলে লেবাননে উদ্বেগ বাড়ছে। তার ভাষায়, হিজবুল্লাহ এখন অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি—জবাব দিলে বড় সংঘাতের ঝুঁকি, আর না দিলে আরও বড় হামলার সম্ভাবনা রয়েছে।
১৯৬৮ সালে বৈরুতে জন্ম নেওয়া তাবাতাবাইয়ের মা লেবানিজ ও বাবা ইরানি। দক্ষিণ লেবাননে বড় হওয়া তাবাতাবাই মাত্র ১২ বছর বয়সে হিজবুল্লাহতে যোগ দেন। পরে সংগঠনের সামরিক কাঠামোয় দ্রুত উত্থান ঘটে তার।
নিরাপত্তা বিশ্লেষক আলি রিজক বলেন, এখন মূল প্রশ্ন হলো হিজবুল্লাহ কীভাবে প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, “আমার মতে, হিজবুল্লাহ নেতানিয়াহুকে পূর্ণাঙ্গ যুদ্ধে যাওয়ার অজুহাত দিতে চাইবে না। এতে নেতানিয়াহুর রাজনৈতিকভাবে লাভ হবে এবং লেবাননের ক্ষতি বাড়বে।
সূত্র: বিবিসি
Leave a comment