ই-কমার্স প্ল্যাটফরম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি ওয়ারেন্টের তথ্য আমাদের কাছে রয়েছে।”
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডিবির পক্ষ থেকে ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রায় তিনশোর মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা কার্যকর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, ইভ্যালি কেলেঙ্কারিকে বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম বড় প্রতারণা হিসেবে বিবেচনা করা হয়। হাজার হাজার গ্রাহক সময়মতো পণ্য না পাওয়া এবং অগ্রিম পরিশোধ করা অর্থ ফেরত না পাওয়ার অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে দেশের বিভিন্ন থানায় ইভ্যালির বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়।
Leave a comment