ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভয়াবহ কম্পনে বহু ভবন ধসে পড়ে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবুর উত্তরাঞ্চল, বিশেষ করে সান রেমিজিও এলাকা। স্থানীয় প্রশাসন এলাকাটিকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে এবং সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ভারী যন্ত্রপাতির জরুরি সহায়তা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে স্থানীয় প্রশাসন।ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল থাকলেও আহতদের ঢল নামায় হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা চাপের মুখে পড়েছে।
দেশের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাজানিয়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে যাতে দুর্গতদের পাশে দাঁড়ানো যায়। ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ফিলিপাইনের আবহাওয়া ও ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ।
Leave a comment