পিরোজপুরের নেছারাবাদে ঘরের পাশে বাঁশবাগানে আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রনি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মো. হারুন-অর-রশিদ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত রনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন।
নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে ৮টার দিকে রনি দেখতে পান ঘরের পাশে বাঁশঝাড়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তারা দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করলেও সাড়া পাননি। আশপাশের কয়েকজনও ফোন করার পরেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা একত্র হয়ে আগুন ধরা বাঁশটি কাটতে যান। এ সময় হঠাৎ বিদ্যুৎ ফিরে এলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
বাবা হারুন ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও, ছেলে রনি বিদ্যুতায়িত অবস্থায় মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক লিমা আক্তার জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই রনির মৃত্যু হয়।
নেছারাবাদ উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, “আমাদের সঙ্গে কথা না বলেই বাঁশ কাটতে যাওয়া ঠিক হয়নি। আমরা হয়তো অন্য কারো অনুরোধে শাটডাউন দিয়েছিলাম, পরে কাজ শেষে লাইন চালু করেছি। ওই গ্রামের কারও সঙ্গে আমাদের সরাসরি কথা হয়নি।”
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment