বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব এবং নির্ধারিত সময় অনুযায়ীই নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
শনিবার (৩ ডিসেম্বর) মুন্সিগঞ্জে সরকারি দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে। নির্বাচন করতে চাই আমরা নিজেরাই। এ বিষয়ে কোনো দেশ বা আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে আমাদের ওপর কোনো ধরনের চাপ নেই।”
নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে মো. তৌহিদ হোসেন জানান, বর্তমান সরকার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। তাঁর ভাষায়, “সময় খুব বেশি নেই। ১২ ফেব্রুয়ারি নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। তাই এ নিয়ে কোনো বিভ্রান্তি বা বিদেশি চাপের প্রশ্নই ওঠে না।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশ কী ধরনের সম্পর্ক বজায় রাখবে, সেটি সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব সিদ্ধান্ত। তবে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় কোনো ঘাটতি নেই বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গেও কথা বলেন মো. তৌহিদ হোসেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এ বিষয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই।
তিনি বলেন, “বিচার কোনো নির্দিষ্ট সময় বেঁধে করা যায় না। তবুও সরকারের সার্বিক চেষ্টা থাকবে, যাতে আসামিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা যায়।”
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন ভারতে অবস্থান করছেন—এমন তথ্য পাওয়া গেলেও তারা ঠিক কোন এলাকায় আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। “যদি নির্দিষ্ট অবস্থান জানা যায়, তাহলে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের আটক ও প্রত্যর্পণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে।
সরকার আইনি প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সিগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে তিনি ৪ আগস্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a comment