সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় নিজেকে নবী দাবি করায় স্থানীয় জনগণ এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছেন। মঙ্গলবার (২৪ জুন) জেলার সলঙ্গা থানার সলঙ্গা মাদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদরাসায় গিয়ে এক যুবক নিজেকে নবী দাবি করেন।
তিনি বলেন, কোরআনের মধ্যে কিছু ভুল ও অসামঞ্জস্য আছে। আমার কথা শুনেন ও আমাকে অনুসরণ করেন তাহলে মুক্তি পেয়ে যাবেন আপনারা।
স্থানীয় লোকজন এসব কথা শোনার পর গণপিটুনি দিয়ে তাকে সলঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক মো. আরিফ হোসেন (২৫) সিরাজগঞ্জের তাড়াশ থানার সোলাপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
Leave a comment