ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনায় তিনি বলেন, “আমাদের লক্ষ্য দুই দেশের মধ্যে সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাওয়া।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। আমরা একটি ফেডারেল সম্পর্ক চাই, যা দুই দেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে।”
সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়া নিয়ে জয়সওয়াল বলেন, “ভারত অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে সহযোগিতায় এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি।”
তিনি উল্লেখ করেন, ঢাকার রাষ্ট্রদূতকে তলব করে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a comment