নওগাঁর ধামইরহাটে মহাসড়ক থেকে উদ্ধার করা হয়েছে শাহাদাত হোসেন নামে এক যুবকের মরদেহ। উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কে সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবক উপজেলার ফতেপুর এলাকার খোকার ছেলে। তিনি আমাইতাড়া বাজারে মোবাইল ফোনের এক্সেসরিজ ব্যবসার পাশাপাশি মেকানিকের কাজ করতেন। ধামইরহাট থানার ওসি ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের ওপর বৃষ্টির পানির মধ্যে পড়েছিল ওই যুবকের মরদেহ। পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে ওই যুবকের। তিনি হেঁটে নাকি বাইকে যাচ্ছিলেন—বিষয়টি জানা সম্ভব হয়নি। তবে নিহতের মাথা ও শরীরের বিভিন্ন জায়গার দেখা গেছে ক্ষতচিহ্ন।
Leave a comment