ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে আনতে ঢাকায় গিয়েছিলেন তার মা, স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা। ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেলে নিহত হন বাহারের মা মোরশেদা বেগমসহ পরিবারের ৭ জন। দুর্ঘটনাটি ঘটে বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায়।
নিহতদের মধ্যে রয়েছেন বাহারের মা মোরশেদা বেগম (৫০), তার দুই পুত্রবধূ কবিতা আক্তার (২৪) ও লাবনী আক্তার (২৫), তিন নাতনি রেশমা (৯), লামিয়া (৮) ও মীম (২) এবং মোরশেদার মা ফয়জুন নেছা (৭০)।
মোরশেদাসহ ছয়জনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কাশারি বাড়ির পারিবারিক কবরস্থানে। ফয়জুন নেছাকে দাফন করা হয়েছে হাজিরপাড়ায় তার নিজ বাড়িতে।
বেঁচে যান বাহার উদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন। তারা জানান, মঙ্গলবার রাতে ১১ জন সদস্য মাইক্রোবাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ফেরার পথে গাড়িটি প্রায় ৩০ মিটার গভীর খালে পড়ে যায়। চালক আকবর হোসেন দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। পুলিশ জানায়, তাকে ধরতে অভিযান চলছে।
নিহতদের স্বজনরা চালকের ঘুমকেই দুর্ঘটনার কারণ বলে দাবি করেছেন। আব্দুর রহিম বলেন, “চালকের অবহেলায় আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে। আমরা মামলা করব, তাকে ছেড়ে দেব না।” এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে আছে। স্থানীয় জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।
Leave a comment