গতকাল শনিবার বিকেলে ন্যাশনাল গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১০টি জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিকেল ৫টা ৪৮ মিনিটের দিকে শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাট রাত ১০টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে এখনো কিছু কিছু এলাকায় লোডশেডিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী জানান, গোপালগঞ্জের আমিন বাজার অংশে ন্যাশনাল গ্রিডে ত্রুটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে ওজোপাডিকোর নিয়ন্ত্রণাধীন ২১টি জেলায় বিদ্যুৎ সরবরাহে কমবেশি বিঘ্ন ঘটে।
ওজোপাডিকোর এনার্জি, সিস্টেম কন্ট্রোল অ্যান্ড সার্ভিসেস দপ্তরের প্রধান প্রকৌশলী মো. রোকনউজ্জামান জানান, রাত সোয়া ১০টার মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে। যদিও অল্প কিছু এলাকায় এখনো সমস্যা রয়েছে, তবে দ্রুতই সেসব এলাকাতেও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানান, গ্রিড সমস্যাটি মূলত কারিগরি ত্রুটির কারণে হয়েছিল। গ্রিড বন্ধ হয়ে যাওয়ায় অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রও একযোগে বন্ধ হয়ে পড়ে।
পিজিসিবির নির্বাহী পরিচালক মো. আব্দুল মোনায়েম চৌধুরী জানান, গ্রিডের সরবরাহ পুরোপুরি বন্ধ ছিল প্রায় ২০ মিনিট। পরে দ্রুততম সময়ে গ্রিড চালু করে একে একে বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় সচল করা হয়। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র উৎপাদন শুরু করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ন্যাশনাল গ্রিডের কারিগরি ত্রুটির এই সমস্যা পুরোপুরি সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে, তবে কিছু এলাকায় লোডশেডিং পরিস্থিতি স্বল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
Leave a comment