চট্টগ্রামের বাঁশখালীতে টাকার জন্য মাদকসেবী ছেলে ঝগড়ার একপর্যায়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল রুদ্র (৫৮) কৃষিকাজ করে জীবিকা চালাতেন। স্থানীয়রা জানায়, তার ছেলে তপন রুদ্র (২০) মাদকাসক্ত ও দীর্ঘদিন ধরে বেকার। সে আগে একটি সেলুনে কাজ করলেও এখন কোনো পেশায় নেই।
টাকার জন্য বাবা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবারও তর্কের একপর্যায়ে ছেলে ঘরের দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
স্থানীয় ইউপি সদস্য সোহেল ইকবাল বলেন, তপন রুদ্র দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। সে প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করত। এদিনও তর্কের একপর্যায়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার পরপরই এলাকাবাসী তপন রুদ্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment