Home রাজনীতি বিএনপি জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় বিএনপির তীব্র নিন্দা
বিএনপি

জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় বিএনপির তীব্র নিন্দা

Share
Share

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এ হামলাকে গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী হিসেবে অভিহিত করা হয়।

বিবৃতিতে বিএনপি বলেছে, গণ-অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের যে প্রত্যাশা জনমনে সৃষ্টি হয়েছিল, এমন হামলা তা নষ্ট করবে। বিরোধী মত দমন করতে শক্তিপ্রয়োগকে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে দলটি। বিএনপির মতে, প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব থাকা অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম জনগণের সমর্থনের ওপর নির্ভর করে, ভয়ভীতি বা সহিংসতার ওপর নয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আগুনে পাঁচতলা ভবনের নিচতলার আসবাবপত্র ও নথিপত্র পুড়ে যায়। ভাঙচুর করা হয় দেয়ালে থাকা এরশাদের ছবি ও জাপার লোগো। দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের ছবিও রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনার পরপরই জাপার নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন।

হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাপা। তবে গণ অধিকার পরিষদের দাবি, এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। উল্লেখ্য, এর আগে ২৯ আগস্ট জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময়ও জাপার কার্যালয়ে হামলা হয়েছিল। সেই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, যিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এমন ঘটনার পুনরাবৃত্তি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, বহুদলীয় রাজনীতির চর্চায় যদি সহিংসতা অব্যাহত থাকে, তবে তা গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও দুর্বল করবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০৫ টন মানবিক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এক...

আর্জেন্টিনার সাল্টায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাল্টা প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর:...

Related Articles

৬ মাস আ.লীগ, ৬ মাস বিএনপি, দিদি কিন্তু দেখিয়ে দিলেন: অপুকে পরীমণি!

চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎই কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উপস্থিত হয়ে নতুন...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরসহ সব আসামির খালাস বহাল

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া খালাসের রায়...

ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছাসেবী খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত...

নুরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আজ (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...