চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ , যার মধ্যে ১০ জনই নগরীর বাসিন্দা। তবে এসময়ে কারো মৃত্যু হয়নি।
সম্প্রতি আবারও করোনা সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হলেন ৯০ জন । আর মৃত্যু হয়েছে ছয়জনের। চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নগরীর বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ফটিকছড়ি ও একজন মীরসরাই উপজেলার এবং চট্টগ্রাম নগরীর বাসিন্দা বাকি ১০ জন।
চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৯০ জনের মধ্যে নগরীর বাসিন্দাই ৭৯ জন। বাকি ১১ জন বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে তিনজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার।
Leave a comment