চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই জন। নিহতদের মধ্যে একজন সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় আর অপরজন দুর্ঘটনা কবলিত তেলের ট্যাঙ্কের নিচে পড়ে প্রাণ হারান।
সোমবার (২৩ জুন) জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে সকালে দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন প্রদীপ কুমার দে (৬৫) নামে এক ব্যবসায়ী ।
নিহত প্রদীপ কুমার দে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। বারইয়ারহাট পৌরবাজারের ‘রিয়া টি’ স্টোর নামে তার একটি দোকান রয়েছে।
এর আগে, মহাসড়কের জামালের দোকান এলাকায় রোববার দিবাগত রাত ১২টায় দুর্ঘটনা কবলিত তেলের ট্যাঙ্কারের নীচ থেকে উদ্ধার করা হয় হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালকের লাশ।
রোববার বিকেলে মহাসড়কের জামালের দোকান এলাকার সামনে থাকা চলন্ত রোলারের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ট্যাঙ্কার খাদে পড়ে যায়। এ সময় তেলের ট্যাঙ্কারে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এ সময় তেলের ট্যাঙ্কারের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর পালিয়ে যায় ট্যাঙ্কার চালক।
পরবর্তীতে রাত ১২ টা নাগাদ ক্রেন দিয়ে ট্যাঙ্কার তোলা হলে, নীচ থেকে উদ্ধার করা হয় রোলার চালক হাবিব উল্লাহ’র লাশ। জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে । পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে গাড়ি দুটি।
Leave a comment