বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জাতির একজন সাবেক প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ঘোষিত শোককালীন সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিশিষ্টজনেরা পৃথক পৃথক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a comment