সদ্য ঘোষিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন কোরআনের হাফেজা যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা। এর আগেও তারা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।
শুধু সাধারণ শিক্ষায় নয়, ধর্মীয় শিক্ষায়ও তারা সমানভাবে পারদর্শী। পবিত্র আল কোরআনের ৩০ পারা হিফজ করেছেন এই দুই বোন। তাদের এই দ্বিগুণ কৃতিত্বে আনন্দে ভাসছেন পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সৌদি প্রবাসী হাফেজ আবু দাউদের দুই মেয়েই পড়াশোনায় ও চরিত্রে উদাহরণ হয়ে উঠেছেন। তারা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
বাবা সৌদি আরবে থাকায় ছোটবেলা থেকেই তারা রায়পুরে নানার বাড়িতে মা সালমা আক্তারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, ১৮ বছর বয়সে তারা প্রায় দেড় বছরের পরিশ্রমে সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করেন, তাদের চাচা হাফেজ মশিউর রহমানের কাছে হিফজ সম্পন্ন করেন।
গৃদকালিন্দিয়া হাজরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন, “আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো এবং পড়া আয়ত্ত করতো খুব দ্রুত। প্রতিটি ক্লাসেই তারা শীর্ষ অবস্থান ধরে রেখেছে।” শুধু শিক্ষায় নয়, ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা অসংখ্য পুরস্কারও অর্জন করেছে।
Leave a comment