বলিউডের আলোচিত সিনেমা ‘ওয়ার ২’ মুক্তির আগেই বিতর্কে জড়াল অভিনেত্রী কিয়ারা আদভানির একটি দৃশ্য। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই ছবিতে কিয়ারা অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। ট্রেলারে তাঁর ঝলমলে উপস্থিতি যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি বিকিনি লুক নিয়েও তৈরি হয়েছে আলোচনার ঝড়। তবে ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) ছবির কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে কাটছাঁটের নির্দেশ দিয়েছে।
খবর বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছবির অ্যাকশন দৃশ্যে কোনো পরিবর্তনের নির্দেশ না দিলেও অন্যান্য কিছু অংশে অডিও ও ভিজ্যুয়াল—দুই ক্ষেত্রেই পরিবর্তনের নির্দেশ এসেছে। ছয়টি স্থানে শব্দ ও দৃশ্য মিউট বা বদলাতে বলা হয়েছে। এক জায়গায় একটি ‘অশ্লীল সংলাপ’ বদলে অনুমোদিত সংলাপ বসাতে হয়েছে। একইভাবে সংলাপের কিছু পরের একটি দুই সেকেন্ডের ‘অশ্লীল ইশারা’ সম্পূর্ণ কেটে ফেলতে বলা হয়েছে।
এছাড়া ‘সংবেদনশীল ভিজ্যুয়াল’ ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে সিবিএফসি, যার দৈর্ঘ্য দাঁড়ায় মোট নয় সেকেন্ড। ধারণা করা হচ্ছে, এটি কিয়ারা আদভানির বিকিনির দৃশ্য, যা ছবির গান ‘আভান জাভান’-এ রয়েছে। টিজার ও ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা গেলেও গানটির পূর্ণাঙ্গ ভিডিওতে দৃশ্যটি কিছুটা দীর্ঘ ছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই কাটছাঁটের পর ভক্তরা কেমন প্রতিক্রিয়া জানাবেন, সেটাই এখন দেখার বিষয়।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ হৃতিক রোশন অভিনীত সুপারহিট ‘ওয়ার’-এর সিকুয়েল। ছবিটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মা হওয়ার পর কিয়ারা বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে থাকায় প্রচারণায় অংশ নিতে পারেননি তিনি।
Leave a comment