বাংলাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. মুস্তাফা জামান আব্বাসী আজ সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর কন্যা শারমিন আব্বাসী।
গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই কিংবদন্তি শিল্পী। তাঁর প্রয়াণে সংগীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
উপমহাদেশের খ্যাতিমান সংগীত পরিবারে ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা জামান আব্বাসী। তাঁর পিতা ছিলেন পল্লীগীতির প্রাণপুরুষ আব্বাস উদ্দীন আহমেদ। মায়ের কণ্ঠেও ছিল সংগীতের ছোঁয়া। পরিবারের মধ্যে বড় বোন ফেরদৌসী রহমান দেশের গর্বিত সংগীতশিল্পী এবং ভাই বিচারপতি মোস্তফা কামাল দেশের বিচার ব্যবস্থার অন্যতম স্তম্ভ।
শৈশব ও কৈশোর কেটেছে কলকাতায়। পরে দেশভাগের পর চলে আসেন পূর্ব বাংলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। পেশাগত জীবনে ছিলেন শিল্পগোষ্ঠীর শীর্ষপদে, পাশাপাশি সংগীত ও সাহিত্যচর্চায় ছিলেন তৎপর।
মুস্তাফা জামান আব্বাসী ছিলেন একজন অগ্রপথিক সংগীত গবেষক। ফোক মিউজিক রিসার্চ গ্রুপের পরিচালক হিসেবে পাঁচ দশক ধরে কাজ করেছেন। তাঁর সংগ্রহে ছিল হাজার হাজার লোকগান—ভাটিয়ালি, ভাওয়াইয়া, বিচ্ছেদী, লালনগীতি, চটকা ইত্যাদি।
তিনি শুধু শিল্পীই নন, ছিলেন সংগঠকও। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এবং ইউনেস্কোর আওতায় বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতিও ছিলেন এক যুগের বেশি। দক্ষিণ কোরিয়ার সিউলে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন।
দেশ–বিদেশে বাংলাদেশের লোকসংগীতকে তুলে ধরার এই সংগ্রামী সাধক পঁচিশটিরও বেশি দেশে গান পরিবেশন করেছেন। তাঁর সম্পাদিত গ্রন্থ ‘দুয়ারে আইসাছে পালকি’ এবং ‘স্বাধীনতা দিনের গান’ বাংলা লোকগানের ঐতিহ্য সংরক্ষণে এক অমূল্য সংযোজন।
মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। রাষ্ট্রীয়, সাংস্কৃতিক ও সংগীতপ্রেমীদের পক্ষ থেকে ইতোমধ্যেই শোক জানানো হচ্ছে। তাঁর অবদান স্মরণে নানামুখী আয়োজনের প্রস্তুতি চলছে।
Leave a comment