পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ এবং মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। অভিযানে অবৈধ মদ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে কলাপাড়া আর্মি ক্যাম্পের অধীনে পরিচালিত এ অভিযানে উপজেলার দুটি ভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তল্লাশির সময় প্রায় ৬০ লিটার প্রস্তুত দেশি মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রায় ১ হাজার ৯০০ লিটার কাঁচা ও অপরিশোধিত দেশি মদের উপকরণও জব্দ করা হয়, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের অবস্থান নিশ্চিত করার পর দ্রুত সমন্বিত তৎপরতার মাধ্যমে মদ প্রস্তুত ও সংরক্ষণের স্থানগুলোতে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে মদের ড্রাম, সংরক্ষণ পাত্র ও অন্যান্য উপকরণ পাওয়া যায় বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের নাম হল: উলান (২৮), মোমিইয়া (৩৪), চৌমাংসিং (৪৯) ও চৌসিক (৩২) । অভিযান শেষে রাত প্রায় ৪টার দিকে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মদ ও কাঁচামালসহ চারজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।”
Leave a comment