মঙ্গলবার কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে নিহত হয়েছে কমপক্ষে এবং আহত হয়েছেন আটজন । সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন বলেন, বেলো পৌরসভা এলাকায় বসবাসরত নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। কারণ, ওই এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে । গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনার পর এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৫ জন।
মেডেলিনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শেয়ার করা একটি ছবিতে একটি গাড়ি এবং একটি রাস্তা কাদায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে। অন্যান্য এক্স ব্যবহারকারীরা শেয়ার করেছেন প্লাবিত বেলো রাস্তার ছবি এবং ভিডিও । পশ্চিম কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় অবস্থিত অ্যান্টিওকিয়া প্রায়শই বর্ষাকালে ভূমিধসের শিকার হয়।
গত মাসে মেডেলিনের আরেকটি শহরতলির সাবানেতায় ভূমিধসে নিহত হয় কমপক্ষে পাঁচজন।
Leave a comment