কলকাতার রাস্তায় জন্ম নেওয়া এবং সেখানকার পথেই বড় হওয়া আলোক নামের একটি কুকুর এখন আমেরিকার পথে পথে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে শান্তির বার্তা ছড়াচ্ছে।
টেক্সাস থেকে ওয়াশিংটন পর্যন্ত মোট ২,৩০০ মাইল পদযাত্রায় আলোক ১৯ জন বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে হাঁটছে। এই শান্তি যাত্রা ২৬ অক্টোবর শুরু হয়েছিল এবং আগামী ১৩ ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে শেষ হবে। পথ চলার সময় আলোক কখনও এগিয়ে যাচ্ছে, কখনও বিশ্রামের জন্য রাস্তার মাঝেই বসে পড়ছে, আর মাঝে মাঝে যানবাহনে করে যাত্রা করছে।
ভারতে বুদ্ধগয়া, সারনাথ এবং কলকাতার পথগুলো পরিদর্শনকালে ভিক্ষুদের দলের সঙ্গে আলোকের দেখা হয়। কলকাতার রাস্তায় এক অচেনা কৌতূহলী পথকুকুর প্রথমে ভিক্ষুদের অনুসরণ করতে শুরু করে, এরপর আর তাদের সঙ্গ ছাড়েনি। দলের সদস্যরা তাকে ‘আলোক’ নাম দেন, পালি ভাষায় যার অর্থ আলো। বর্তমানে শান্তির প্রতীক হিসেবে পরিচিত, নতুন নাম ‘শান্তি সারমেয়’। যখন বিশ্ব জুড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত, ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা সহ নানা সংকট চলমান তার মধ্যে মানবতা ও শান্তির বার্তা পৌঁছানোর কাজ করছে ‘আলোক’ ।
ভিক্ষুদের একজন সদস্য বলেন, “ও এখন আমাদের পরিবারেরই সদস্য। সারা জীবন থাকবে আমাদের সঙ্গে।”
অন্য একজন বলেন,“আলোকের কপালের সাদা চিহ্ন শান্তির বার্তা বহন করে।”
আলোকের গল্প শুধু কলকাতার রাস্তায় জন্ম নেওয়া একটি পথকুকুরের নয়; এটি শান্তি, সহমর্মিতা ও বৌদ্ধ ভাবনার প্রতীক, যা আমেরিকার পথে পথে মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে।
Leave a comment