রাশিয়ার সোচি শহরে শুরু হলো ‘চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০২৫’। বিশ্বের ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর সঙ্গে এবার বাংলাদেশ থেকেও অংশ নিচ্ছে ছয়জন মেধাবী শিক্ষার্থী। তাঁদের সঙ্গে রয়েছেন দলনেতা ও বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির চেয়ারম্যান মশহুরুল আমিন।
দীর্ঘ ভ্রমণের ভোগান্তি পেরিয়ে অবশেষে অলিম্পিয়াড ভেন্যুতে পৌঁছায় বাংলাদেশ দল। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার শিক্ষামন্ত্রী সের্গেই খারসভ ভিডিও বার্তায় আন্তর্জাতিক বিজ্ঞানচর্চায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাশিয়ান একাডেমি অব সায়েন্সের জ্যোতির্বিদ্যা বিভাগের পরিচালক অলেয়াগুখ মালকভ, সিরিয়াস শিক্ষাকেন্দ্রের ডেপুটি প্রধান আন্তন গুসেভসহ অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে আনিসিয়া গরোবেতসের পরিবেশিত বাখের সিম্ফনি আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।
বাংলাদেশের ছয় সদস্যের দলে আছেন—ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেল শিক্ষার্থী সপ্তর্ষি রহমান, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির মো. রদিত রাইয়ান, ঢাকা আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শোহিনী শম্ভার কংকা, খুলনার পুলিশ লাইন মাধ্যমিক স্কুলের দশম শ্রেণির মো. মোখদুম আমিন ফাহিম, রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির মো. জুবায়ের হোসেন জিসান এবং সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ‘ও’ লেভেল শিক্ষার্থী সায়ন্তন রায়।
প্রতিযোগিতা চারটি পর্বে অনুষ্ঠিত হবে—তাত্ত্বিক, তথ্য বিশ্লেষণ, আকাশ পর্যবেক্ষণ ও সাধারণ জ্ঞান। তাত্ত্বিক ও তথ্য বিশ্লেষণ পর্ব দুটি মিলিয়ে চলবে টানা ১০ ঘণ্টা। আকাশ পর্যবেক্ষণ ও সাধারণ জ্ঞানের পর্ব মিলিয়ে হবে আরও ৪ ঘণ্টা।
২৭ সেপ্টেম্বর ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। বাংলাদেশের দল এবারও পদক জয়ের আশায় লড়ছে, আর দেশবাসী অপেক্ষায় আছে তরুণদের সাফল্যের খবরে।

Leave a comment